ভারতের পুশইন নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিয়মনীতির তোয়াক্কা না করে ভারত অবৈধভাবে বাংলাদেশে পুশইন করছে। তবে বাংলাদেশ অবৈধ ভারতীয় খুঁজে বের করে নিয়ম মেনে হস্তান্তর করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৭ মে) দেশের তৃতীয় ভাসমান বিওপি উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারসহ সীমান্তে যেকোনো অপরাধ রুখতে ভাসমান বয়েসিং বিওপির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন, ভারত অবৈধভাবে বাংলাদেশে পুশইন করছে, যা আন্তর্জাতিক আইন বিরোধী। বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নিয়ম মেনেই ভারতে পাঠানো হবে।
এদিকে ভারতীয়দের আগ্রাসন রুখতে সীমান্ত এলাকার স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি জানান, পুশইন ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় চার শতাধিক পুশইন করা হয়েছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: