‘করিডোর কিংবা বন্দর দেওয়া বা না দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়’

ছবি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর কিংবা বন্দর দেওয়া বা না দেওয়া অবশ্যই অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এটা করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ বা সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি ঘোলা না করে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। না হলে পতিত ও পলাতক স্বৈরাচারকে মোকাবিলা করা সহজ হবে না।
শনিবার (১৭ মে) দলের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনের শরীক দল এনডিএম। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যে তারেক রহমান বলেন, এরইমধ্যে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ইচ্ছা জনগণের প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে। সরকার জনগনের আশা- আকাঙক্ষা বুঝতে ব্যর্থ হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।
তারেক রহমান বলেন, নানা আলোচনা-সমালোচনা থাকলেও গনতান্ত্রিক বিশ্বে রাজনীতিবিদরাই সরকার পরিচালনা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান কাজ হচ্ছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা।
আনুষ্ঠানে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহত বেশ কয়েকজনের হাতে এনডিএমের পক্ষ থেকে অর্থসাহায্য তুলে দেওয়া হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: