‘যে কোনো ক্রান্তিলগ্নে একসাথে কাজ করবে তিন বাহিনী’

ছবি: সংগৃহীত
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় তিন বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক অনেক দৃঢ়। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে প্রতিরক্ষা বাহিনীর এই তিন বাহিনী একসাথে কাজ করবে।
বুধবার (২১ মে) যশোরে অনুষ্ঠিত বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন।
একদিকে রঙবেরঙের ধোঁয়ায় আকাশকে রঙিন করে তুলছে কেএইটডব্লিউ, অন্যদিকে শত্রুকে প্রতিহত করার দুর্দান্ত কৌশল স্প্লিট এস ম্যানওভারে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে পিটি-সিক্স। বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৫ উপলক্ষে অসাধারণ ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয় যশোরের বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জানান, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত সশস্ত্র বাহিনী।
বিমান বাহিনীর প্রতিটি সাজ সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত নির্দেশনা দেন নৌ-প্রধান।
এসময় ৮৬ তম বাফা কোর্সের প্রশিক্ষনার্থী গ্রাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন নৌবাহিনী প্রধান।
কমিশনপ্রাপ্তরাও ক্যারিয়ারের অন্যতম মাইলফলক স্পর্শ করতে পারায় উচ্ছ্বসিত হয়।
বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের মর্যাদা সমুন্নত রেখে কাজ করে যাওয়ার আহবান জানান নৌ বাহিনী প্রধান।
বিভি/এআই
মন্তব্য করুন: