ভারতের সাথে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সাথে করা কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই সরকারের-এমনটিই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং-এ তিনি এসব কথা জানান।
মো. তৌহিদ হোসেন জানান, স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করায় ভারতকে চিঠি পাঠাচ্ছে ঢাকা।
পররাষ্ট্র সচিবের পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিজ থেকেই দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব।
প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
বিভি/টিটি
মন্তব্য করুন: