• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ময়লা স্থান চিহ্নিত করলেই মিলবে লাখ টাকা পুরস্কার

প্রকাশিত: ১৫:৪৪, ৭ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৩২, ৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ময়লা স্থান চিহ্নিত করলেই মিলবে লাখ টাকা পুরস্কার

দেশব্যাপী ছড়িয়ে থাকা ময়লা স্থান চিহ্নিত করেই হতে পারবেন লাখপতি। এমন অবিশ্বাস্য সম্ভবনা নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন আয়োজন করেছে ভিন্নধর্মী এক ক‍্যাম্পেইন। ‘জ্বেলে লালবাতি হও লাখপতি’ এমন স্লোগান নিয়ে অ্যাপভিত্তিক এ প্রতিযোগিতার ম‍াধ‍্যমে বেছে নেয়া হবে বিজয়ী।

এর মাধ‍্যমে দেশের নানা প্রান্তে অপরিকল্পিতভাবে ময়লা-আর্বজনার স্তূপ চিহ্নিত করে তা নিজেরাই, স্থানীয় পৌরসভা, সিটি করপোরেশনের সহযোগীতায় পরিচ্ছন্ন করার পরিকল্পনা করেছে সংগঠনটি। শুরুর দিন থেকে এখন পর্যন্ত ৪০টির বেশি জেলা থেকে ৫ হাজারের বেশী স্থান চিহ্নিত করেছে প্রতিযোগীরা।

বিজয়ী হতে বিডি ক্লিনের অ্যাপ থেকে  সহজেই ক‍্যাম্পেইনে প্রবেশ করে নিয়ম অনুযায়ী ছবি তুলে জমা দিতে হবে। সর্বোচ্চ সংখ্যক ময়লা স্থান চিহ্নিত করা প্রতিযোগী পাবেন ১ লাখ টাকা, তবে বাকীরাও পাচ্ছেন নগদ অর্থসহ পুরস্কার। 

সংগঠনের তরুণ সদস‍্যরা বলছেন, এ ক‍্যাম্পেইনের মাধ‍্যমে শুধু পরিচ্ছন্ন দেশ নয় বদলাবে মানুষের চিন্তা ধারাও। শুধু তাই নয় এমন ব‍্যতিক্রমী উদ্যোগে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে যাবে সবার কাছে এমনটাই ভাবছেন তারা। দীর্ঘ একমাস ধরে চলবে স্বেচ্ছাসেবী সংগঠনটির এমন ভিন্নধর্মী  আয়োজন। আগামী ২০ জুলাই প্রতিযোগীতার শেষ দিন। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: