আরব আমিরাতে রফতানি হচ্ছে বাংলাদেশের উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি টাগবোট

বাংলাদেশের স্বনামধন্য জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাগবোট রফতানি করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এই টাগবোটগুলো নির্মিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের জন্য।
টাগবোট দুটি হস্তান্তর উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ, পরিকল্পনা কমিশনের সদস্য মো. আশফাক হোসেন, আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন, মারওয়ান শিপিং লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড গতবছর রায়ান নামের একটি জাহাজ রফতানি করেছে। এবার ৬৫ টন বোলার পুল ক্ষমতাসম্পন্ন দুটি টাগবোট— ‘খালিদ’ ও ‘ঘায়া’ রপ্তানি করছে প্রতিষ্ঠানটি।
এই দুটি জাহাজ বিশ্বে মেইড ইন বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে। ওয়েস্টার্ন মেরিন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে আটটি জাহাজ নির্মাণের চুক্তি করে। এর মধ্যে দুটি টাগবোট, দুটি লজিস্টিক ক্রাফট এবং চারটি ট্যাংকার রয়েছে। এই চুক্তির আওতায় বাকি ৫টি জাহাজ ২০২৫-২৬ সালের মধ্যে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন -এর অধীনে ‘এমভি সুরমা’ ও ‘এমভি শাপলা’ নামে দুটি আধুনিক যাত্রীবাহী জাহাজও নির্মাণাধীন রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডে। ২০১৭ সাল থেকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড বিদেশে জাহাজ রপ্তানি করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ১১টি দেশে মোট ৩৪টি জাহাজ রপ্তানি করেছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: