• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে: ইসি সানাউল্লাহ

প্রকাশিত: ১৯:৪২, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে: ইসি সানাউল্লাহ

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ২০২৬ এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি হাতে পায় নির্বাচন কমিশন।  

চিঠি হাতে পাওয়ার পরই সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতিসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে আসতে সভা করে নির্বাচন কমিশন। দিনভর বৈঠক শেষে সন্ধ্যায় ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রার্থীর আচারণবিধি, পোস্টাল ব্যালট পেপার, আরপিও এবং প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চায় কমিশন। তিনি জানান, ভোটার বাড়ানোর জন্য জেলখানা বা অন্যান্য জায়গায় অনলাইনের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা হবে। কারো প্রার্থীতা বাতিল হলে আদালতে গিয়ে ফেরত পাওয়ার সুযোগ থাকবে। 

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চিঠির ভিত্তিতে  ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন। অভিযোগ করেন, এআই এর মাধ্যমে অনেক মিস ইনফরমেশন ছড়িয়ে পরছে। তাই যাচাই বাছাই করে ভিডিও শেয়ার দেয়া পরামর্শ নির্বাচন কমিশনের। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2