ফ্যাসিবাদের পতনের পর মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। তিনি বলেন, দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চায়। সবাই মিলে একটু একটু অবদান রাখলেই তা সম্ভব।
একই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই দেশের আগামী প্রধানমন্ত্রী।
শনিবার (৯ আগস্ট) ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন উপলক্ষ্যে সকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দেওয়ায় তার চিকিৎসক দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে। সেই লক্ষ্যেই বিএনপি জাতির সামনে ৩১ দফা দিয়েছে।
সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সংগ্রামের পর মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে আছে।
ড্যাব সদস্যরা জনগণের সামনে সুশৃঙ্খল গণতান্ত্রিক চর্চার উদাহরণ তৈরি করবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাদের।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: