• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘অন্তর্বর্তী সরকার সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি’

প্রকাশিত: ১৫:১০, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘অন্তর্বর্তী সরকার সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি’

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলে মনে করেন অর্থনীতিবিদ, ব‍্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কিনা, এ নিয়ে প্রশ্ন তোলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।  

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ওয়াচ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী দিনে সবচেয়ে বড় কাজ হবে বৈষম্যবিরোধী এই চেতনাকে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, সমাজ ও রাজনীতিতে প্রতিষ্ঠা করা।

তিনি প্রশ্ন তোলেন, সরকারের সংস্কার প্রক্রিয়া কেন অগ্রসর হতে পারছে না। তার ভাষায়, সরকারের পক্ষ থেকে যে কমিটি, কমিশন করা হলো, সেখানে প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু ও অসুবিধাগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব যথাযথভাবে ছিল না। শেষ পর্যন্ত দেখা গেল কেবল রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। ফলে সরকারের তৈরি কমিটি ও কমিশনের সংস্কার প্রস্তাব কোথাও গিয়ে আর অগ্রসর হতে পারল না।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যোগ্যতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এর ভেতরে আরও বড় কোনো স্বার্থের সংঘাত লুকিয়ে আছে—এই প্রশ্ন এখন সামনে এসেছে।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, কোথাও কোথাও মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার পথ হারিয়ে ফেলেছে। রাজনীতির নানা ঘটনা ও নির্বাচনের প্রস্তুতি আমাদের সে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।

তবে জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে দেবপ্রিয় বলেন, সরকার আসে সরকার যায়, জনগণ থাকে, দেশ থাকে। কারিগরি সমাধান অনেকে দিতে পারেন, কিন্তু বাস্তবায়নের জন্য নাগরিকদের জবাবদিহির চাহিদা অপরিহার্য। নাগরিকের কণ্ঠস্বর, রাজনীতির কণ্ঠস্বর ও সামাজিক আন্দোলনের কণ্ঠস্বর একত্রিত না হলে অন্যদের দোষ দিয়েও পার পাওয়া যাবে না।

অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন ছাড়া অন্তর্বর্তী সরকারের পক্ষে বড় সংস্কার করা সম্ভব নয়। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মনে করেন, যে পাঁচ মাস সময় সরকারের হাতে রয়েছে তাতে সব সংস্কার সম্ভব নয়। তবে, সংবিধানকে স্পর্শ করবে না এমন সংস্কার প্রস্তাবগুলো ৫ মাসের মধ‍্যে বাস্তবায়ন সম্ভব। সংস্কারের যে সুযোগ এসেছে তা হারিয়ে যেতে দেওয়া যাবে না বলে মন্তব‍্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2