• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই’

প্রকাশিত: ১৬:২৩, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৫, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই’

ছবি: আসিফ নজরুল

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সংস্কার নিয়ে দলগুলোর মতবিরোধ থাকতে পারে, তবে এটা ঠিক হয়ে যাবে। 

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান মাঝেমাঝেই দেখা করেন। রাষ্ট্রপতির সাথে এর আগেও দেখা করেছেন। এ বিষয় নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। সেনাপ্রধান মাঝেমধ্যেই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চলছে। দেশে জরুরি অবস্থার বিষয়টিও গুজব বলে জানান তিনি।

প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান দেখা করার বিষয়ে তিনি বলেন, এমন কিছু জানা নেই, তবে এখন পর্যন্ত এটি গুজব।

আইন উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর বিচার-বিবেচনাবোধের প্রতি আস্থা আছে। এর আগে বিভিন্ন বিষয়ে তাদের মতবিরোধ হয়েছে, পরে আবার মতবিরোধ শেষও হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন করা নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা এটি বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেজন্য পদক্ষেপ নিচ্ছেন। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ রয়েছে, আশা করি সেটি এর আগে দূর হয়ে যাবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত একবছরে মাঝে মাঝে বেশ অবনতি হয়েছে, আবার ভালোও হয়েছে। গণঅভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকম অস্থিরতা থাকে। এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝেমাঝে অবনতি হোক, এটি যতোই দুঃখজনক-হতাশাজনক হোক, সেটিকে অস্বাভাবিক মনে করি না। এরকম পরিস্থিতি আগেও ট্যাকেল করেছি, পরিস্থিতি ভালো হয়েছে। সামনেও আবার ভালো হবে।

এদিকে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এদিন প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2