• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

তিন গোয়েন্দার লেখক রকিব হাসান মারা গেছেন 

প্রকাশিত: ১৭:৫৫, ১৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
তিন গোয়েন্দার লেখক রকিব হাসান মারা গেছেন 

ছবি: রকিব হাসান

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা লেখক রকিব হাসান আর নেই। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

রকিব হাসানের (৭৫) মৃত্যুর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী।

রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল। আজ ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

পড়ুয়াদের  কৈশোরের সঙ্গী তিন গোয়েন্দা। এর লেখক রকিব হাসান। ১৯৫০সালের ১২ ডিসেম্বর তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তবে বাবার চাকরির সুবাদে তার ছোটবেলা কেটেছে ফেনীতে।

পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে মন টেকেনি এই লেখকের। অবশেষে তিনি লেখালেখিকেই বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে। তার প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে। স্বনামে  প্রথম প্রকাশ অনুবাদগ্রন্থ ব্রাম স্টোকারের ড্রাকুলা দিয়ে। তিনি আরো অনুবাদ করেছেন অ্যারাবিয়ান নাইটস ও এডগার রাইস বারোজের টারজান। ছোটদের জন্য লিখেই তিনি অধিক খ্যাতি পেয়েছে। তিন গোয়েন্দা ছাড়াও তার অন্য দুটি সিরিজ তিন বন্ধু ও গোয়েন্দা কিশোর মুসা রবিন। তার তিন গোয়েন্দা সিরিজের মোট বইয়ের সংখ্যা ১৬০। অনুবাদ করেছেন ৩০টি বই। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2