• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

 ইসি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশ 

প্রকাশিত: ১৯:৪৭, ১৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
 ইসি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশ 

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি কর্মকর্তাদের জন্য নতুন এক নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশ অনুযায়ী, এখন থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরেও কাজ করতে হবে ইসি কর্মকর্তাদেরকে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পূর্বে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকেই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।

ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীরের স্বাক্ষর করা এই অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রকাশিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2