এখন যুক্তরাষ্ট্র থেকে করা যাবে ভোটার রেজিস্ট্রেশন

ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের চারটি মিশন অফিসে জাতীয় পরিচয় নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এখন থেকে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকরা সেখান থেকেই আবেদন করে ভোটার হতে পারবেন। বুধবার (১৫ অক্টোবর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।
তিনি বলেন, আমেরিকায় আমাদের যে চারটি মিশন অফিস আছে সেই জায়গাতেই এনআইডির নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে। আর এগুলো পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা করে আমরা সফল হয়েছি এবং এখান থেকে এটা করা যাচ্ছে। সফল হওয়ার প্রমাণ হিসাবে ১০ জনের এনআইডি কার্ড এখান থেকেই আমরা প্রসেস করে এবং নাম্বার হওয়ার পর ওদেরকে এগুলো আমরা হস্তান্তর করেছি। এর মধ্যে দিয়ে নিবন্ধন কার্যক্রমও উদ্বোধন হয়ে গেল।
তিনি বলেন, এখন যারা আমেরিকা থেকে ভোটার রেজিস্ট্রেশন করতে চায় বা এনআইডির সেবা পেতে চায় তাদের ক্ষেত্রে আর বাধা থাকলো না। এখন থেকে তারা নিয়মিত আমাদের যে নিয়ম মেনে ডকুমেন্টগুলো দিয়ে ভোটার হতে পারবেন।
তিনি আরও বলেন, আমাদের মিশন অফিসে যারা কাজ করবে আমাদের অনুপস্থিতিতে তারা আমাদের টেকনিক্যাল লোকদের পরীক্ষা-নিরীক্ষ করে বলেছে তারা পারবে। এছাড়া কাজ করতে গেলে যদি সুবিধা-অসুবিধা হয় আমাদের এখানে যে টেকনিক্যাল লোকরা এসেছিল, তাদের নাম্বার তারা নিয়ে রেখেছে কোনো অসুবিধা হলে তাদের সঙ্গে তারা শেয়ার করবে। যেই টিমে যে টেকনিক্যাল লোক ছিল সে ওই টিমের সঙ্গে যোগাযোগ করে কোনো অসুবিধা হলে তাদেরকে গাইড করবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: