• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

‘দেশ পেরিয়ে-১ম পর্ব’ স্বপ্নের ইউরোপযাত্রা!

প্রকাশিত: ১৬:৪১, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ

ডয়চে ভেলে ও বাংলাভিশনের যৌথ প্রযোজনায় প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘দেশ পেরিয়ে’। ইউরোপে অভিবাসন বিষয়ে এটি আমাদের নতুন আয়োজন। মোট পাঁচটি পর্বে এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। গত ১০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে বাংলাভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।

প্রথম পর্বের বিষয়: ‘ইউরোপিয়ানড্রিম’। তাদের অনেকের কাছে ইউরোপ যেন একটি স্বপ্নের গন্তব্য৷ কিন্তু সেখানে পাড়ি দিতে গিয়ে অনেকেই এমন সব পথ বেছে নেন যার মূল্য শুধু অর্থ নয়, কখনো কখনো দিতে হয় জীবন দিয়ে৷ আমরা খুঁজে বের করতে চাই এর কারণ৷ দেখতে চাই এই অভিবাসন প্রক্রিয়ায় সমস্যাগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে৷ চাই এসব সমস্যার সমাধান।

যারা বিদেশে ভবিষ্যৎ গড়তে চান, তাদের অনেকের কাছে ইউরোপ যেন একটি স্বপ্নের গন্তব্য৷ কিন্তু সেখানে পাড়ি দিতে গিয়ে অনেকেই এমন সব পথ বেছে নেন যার মূল্য শুধু অর্থ নয়, কখনো কখনো দিতে হয় জীবন দিয়ে৷ আমরা খুঁজে বের করতে চাই এর কারণ৷ দেখতে চাই এই অভিবাসন প্রক্রিয়ায় সমস্যাগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে৷ চাই এসব সমস্যার সমাধান৷

সে লক্ষ্যে আমরা সর্বপ্রথম গিয়েছি ইটালি গ্রামে৷ শুনতে অবাক লাগলেও বাংলাদেশের মধ্যাঞ্চলের জেলা শরিয়তপুরের নড়িয়া উপজেলার নলতা গ্রামটি আসলে পরিচিত ইটালি গ্রাম হিসেবে৷ অনুমান ঠিকই করেছেন, গ্রামবাসীর একটা বড় অংশই ইউরোপের দেশ ইটালিতে পাড়ি জমিয়েছেন৷ তবে তাদের গল্পগুলো কিন্তু অতটা সহজ নয়৷

নলতা গ্রাম থেকে এবার আমরা যাবো ইউরোপের দেশ স্পেনে৷ সেখানে অনিয়মিত পথে যাওয়া দুই প্রবাসী বাংলাদেশি তাদের দুঃসহ যাত্রার গল্প শুনিয়েছেন আমাদের, যে গল্পগুলো আমাদের অনেকেরই অজানা৷

আমরা দু’টি ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে ইউরোপ যেতে মরিয়া হয়ে ওঠা কয়েক জনের গল্প দেখলাম৷ তারা ইউরোপ যাবার ক্ষেত্রে সবচেয়ে কঠিন ও দুঃসহ পথ বেছে নিয়েছেন৷ এ বিষয়ে আমরা আরো কথা বলবো৷

আমরা দেখেছি ইউরোপ যেতে মরিয়া হয়ে উঠছেন অনেক বাংলাদেশি৷ তারা ঠিক কেন ইউরোপ যেতে চান?

এই যে অনিয়মিত পথে সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, এর কারণ কী? এতে তাদের জীবনের ঝুঁকি ছাড়াও অর্থও খরচ হচ্ছে অনেক৷ অনেকেই ১৫-২০ লাখ টাকা খরচ করছেন৷ এই অর্থ দিয়ে দেশেও তো কিছু করে খেতে পারতেন৷

নিয়মিত পথে যাওয়া কি এতটাই কঠিন? চ্যালেঞ্জগুলো কোথায়? কী করে এই যে ইউরোপ যেতে ইচ্ছুক মানুষগুলোকে অবৈধ উপায় অবলম্বন করা থেকে বিরত রেখে তাদের স্বাভাবিক নিয়মে ইউরোপ যাবার পথ করে দেয়া যায়?

আপনাদের কোনো প্রশ্ন ও মতামত থাকলে লিখুন মন্তব্যের ঘরে৷ একই সঙ্গে ডয়চে ভেলে ও বাংলাভিশনের এই যৌথ প্রযোজনাটি কেমন লাগলো জানাবেন৷ আগামী পর্বে আমরা কথা বলবো অভিবাসনের চ্যালেঞ্জ নিয়ে৷ ততক্ষণ ভালো থাকুন৷ ধন্যবাদ৷

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2