জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হলো: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হলো। নবযাত্রা শুরু হলো। এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম। এই সভ্যতা কাগজেই নয় কাজের মাধ্যমে এখন আমাদের প্রমাণ করতে হবে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন তিনি। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।
এদিন, বিকাল ৪টার দিকে এই অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত হন রাজনৈতিক দলের নেতারা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও।
অনুষ্ঠানে বক্তৃতাকালে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই দেশ তরুণদের দেশ। এটিই আমাদের সম্পদ। যেটা আজকে করলাম তরুণদের জানিয়ে দেওয়ার জন্য সেটি পাঠ্যপুস্তকে থাকবে। যাবে নতুন প্রজন্ম জানতে পারে আমরা কীভাবে ঐকমত্যে পৌঁছেছি।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলব। আমরা একটা মহান জাতি। সেটা নিজেদের মধ্যে অনুভব করতে হবে। আমরা আজ যে ঐক্যের সুর বাজালাম এই সুর নিয়ে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব। অসম্ভবকে সম্ভব করেছে রাজনৈতিক দলগুলো ও কমিশন। এটি সারা বিশ্বের কাছে এটি উদাহরণ হয়ে থাকবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: