• NEWS PORTAL

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

দেশ পেরিয়ে- পর্ব ৩

অভিবাসনে নানা চ্যালেঞ্জ: ওয়ানস্টপ সার্ভিস চালু করা কতটা কঠিন?

প্রকাশিত: ১৭:০৮, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:৩৭, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ

ডয়চে ভেলে ও বাংলাভিশনের যৌথ প্রযোজনায় প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘দেশ পেরিয়ে’। ইউরোপে অভিবাসন বিষয়ে এটি আমাদের নতুন আয়োজন। মোট পাঁচটি পর্বে এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। গত ১০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে বাংলাভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।

তৃতীয়পর্বের বিষয়: অভিবাসনের নানা চ্যালেঞ্জ। বিদেশ যাবার ক্ষেত্রে বাধা বা চ্যালেঞ্জ একেবারে শুরু থেকে৷ কোন দেশে যেতে হবে, কতটাকা লাগবে, কী যোগ্যতা থাকতে হবে, কী কাগজপত্র লাগবে এসবের সঠিক ও পরিষ্কার তথ্য নেই সাধারণ মানুষের কাছে৷ কোথায় গেলে এমন তথ্য পাওয়া যায় তাও ভালো জানেন না তারা৷ তাই ভরসা দালালরা৷ সেখানেই প্রতারিত হতে হয় তাদের৷ কিন্তু তা থেকে বের হবার উপায় কী? তাই খোঁজার চেষ্টা করা হয়েছে।

ইউরোপে অভিবাসী হতে অনেকেই চান৷ কিন্তু পদে পদে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়৷ সঠিক তথ্যের অভাবে দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হারান অনেকে৷ আবার ইউরোপে গিয়ে ও মুখোমুখি হতে হয় নানা চ্যালেঞ্জের৷ আমাদের আজকের পর্ব তাই অভিবাসনের নানা চ্যালেঞ্জ নিয়ে৷ 

বিদেশ যাবার ক্ষেত্রে বাধা বা চ্যালেঞ্জ একেবারে শুরু থেকে৷ কোন দেশে যেতে হবে, কত টাকা লাগবে, কী যোগ্যতা থাকতে হবে, কী কাগজপত্র লাগবে এসবের সঠিক ও পরিষ্কার তথ্য নেই সাধারণ মানুষের কাছে৷ কোথায় গেলে এমন তথ্য পাওয়া যায় তাও ভালো জানেন না তারা৷ তাই ভরসা দালালরা৷ সেখানেই প্রতারিত হতে হয় তাদের৷ কিন্তু এ থেকে বের হবার উপায় কী?

নানান ঝক্কি পেরিয়ে না হয় ইউরোপে পৌঁছানো গেলো৷ কিন্তু তাতেই কি সব ঝামেলা শেষ? ভাষাগত সমস্যা রয়েছে, রয়েছে সাংস্কৃতিক ভিন্নতা৷  তার ওপর সব দেশে সবার জন্য সমান সুযোগ নেই৷ এই যেমন রোমানিয়ার কথা ধরুন৷ সেখানে শিক্ষার্থী আর শ্রমিক দুই ধরনের অভিবাসীদের অভিজ্ঞতা দুই রকম৷ 

অভিবাসনের চ্যালেঞ্জের জায়গাগুলো নিয়ে আমরা আরো কথা বলবো৷ আমরা অভিবাসনের কয়েকটি চ্যালেঞ্জের কথা তুলে ধরেছি আমাদের প্রতিবেদনে৷ অনেক সাধারণ মানুষ আসলে সঠিক তথ্যই জানেন না৷ কেন এ পরিস্থিতি বলে আপনি মনে করেন?

একটা ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আলোচনা হচ্ছে৷ এই ওয়ান স্টপ সার্ভিস চালু করা কতটা কঠিন? আর তাতে কি দালালদের দৌরাত্ম্য বন্ধ হবে বলে মনে করেন? আমরা রোমানিয়ার চিত্র দেখলাম৷ কোন দেশে কর্মীর চাহিদা ও সুযোগ কেমন এই বিশ্লেষণ আমাদের কাছে নেই কেন? আমাদের দূতাবাসগুলো সে ক্ষেত্রে কী ভূমিকা রাখছে? 

দর্শক, আপনাদের কোনো প্রশ্ন ও মতামত থাকলে লিখুন মন্তব্যের ঘরে৷ একই সঙ্গে ডয়চে ভেলে ও বাংলাভিশনের এই যৌথ প্রযোজনাটি কেমন লাগলো জানাবেন৷ আগামীপর্বে আমরা কথা বলবো অভিবাসনের আরো নানা চ্যালেঞ্জ নিয়ে৷ ততক্ষণ ভালো থাকুন৷ ধন্যবাদ৷ 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2