• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

দেশে ফিরেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ

প্রকাশিত: ০৯:৩৯, ১৯ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:৪০, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দেশে ফিরেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ

দেশের ফিরলো ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ। শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এরপর আনুষ্ঠানিকতা শেষ করে লাশগুলো তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়। সরকারের পক্ষ থেকে লাশ দাফনে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়।

এ সময় স্বজনদের কান্নায় বিমানবন্দরে শোকের ছায়া নেমে আসে। এরপর নিহত সাতজনের জন্মভূমি সন্দ্বীপের উদ্দেশ্যে লাশ নিয়ে যায় স্বজনরা। নিহতদের একজনের বাড়ি রাউজান উপজেলায়।

নিহতরা হলেন- সন্দ্বীপের সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের মো. রনি। অপরজন রাউজানের চিকদাইর ইউনিয়নের ইউসুফের ছেলে।

গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসীসহ আটজন নিহত হন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2