‘সেন্টমার্টিনে রাতযাপন করা যাবে কিনা এখনো চূড়ান্ত হয়নি’

ফাইল ছবি
পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে কিনা, এ ব্যাপারটি এখনো চূড়ান্ত করা হয়নি। পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বসে এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক নানা বিষয়ে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন। তবে সেখানে তারা রাতযাপন করতে পারবেন কি না সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেওয়ার ঘোষণা দেন।
ওই দিন উপদেষ্টা আরও জানান, প্রতিদিন ২ হাজার করে পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: