বারবার অগ্নিকাণ্ড: খতিয়ে দেখতে কোর কমিটি গঠন

সাম্প্রতিক সময়ে দেশের ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে সাত সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা জানান, এই কমিটির সদস্য সংখ্যা পরবর্তীতে ১২ থেকে ১৪ জনে উন্নীত হতে পারে। কমিটি আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, আগুনের ঘটনায় নাশকতা আছে কিনা, কিংবা আগুন আরও দ্রুত নির্বাপন করা যেতো কিনা, তা তদন্তের পর জানা যাবে। জানান, অগ্নি নির্বাপনে সরকারি সক্ষমতা ও প্রতিষ্ঠানের দায়ও তদন্ত করা হবে। উপদেষ্টা বলেন, আগুনের সূত্রপাত হতে পারে এধরনের ঘটনায় প্রযুক্তিগত সক্ষমতা ও অক্ষমতা নিয়েও আলোচনা হয়েছে। সীমাবদ্ধতা আছে কিনা তা পর্যালোচনা করা হচ্ছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: