• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নির্বাচনের এআই’র অপব্যবহারে রোধে হবে সমন্বিত সেল: সিইসি

প্রকাশিত: ১১:৫০, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচনের এআই’র অপব্যবহারে রোধে হবে সমন্বিত সেল: সিইসি

জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই  আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এআই’র অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

তিনি বলেন, এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া, দুর্গম এলাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2