কবে কোন জেলায় হবে ‘পবিত্র কুরআনের আলো’ ১৮তম আসরের অডিশন?

১৭ বছরের ধারাবাহিকতা পেরিয়ে শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ কুরআনিক রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’ এর ১৮তম আসরের বর্ণাঢ্য আয়োজন। দেশব্যাপী অডিশন চলছে।
আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ ভেন্যুতে চলবে এই অডিশন। অংশ নিতে পারেন আপনিও।
সুনামগঞ্জ জেলা অডিশন বসবে আগামী ২৪ অক্টোবর শুক্রবার। সুনামগঞ্জ সদরের উকিলপাড়ার মা'আরিফুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসায় হবে অডিশন। যোগাযোগঃ হাফিজ মাওলানা হাসান আহমদ দুলাল: 01725-464525।
কক্সবাজার জেলা অডিশন আগামী ২৫ অক্টোবর শনিবার। কক্সবাজার পৌরসভা কক্সবাজার বড় বাজার জামে মসজিদে বসবে আয়োজন। যোগাযোগ- মাও কামালুদ্দিন: 01848-349698, 01815-67279।
এরপর আগামী রবিবার ২৫ অক্টোবর অডিশন হবে নোয়াখালী জেলায়। স্থান- নোয়াখালীর সেনবাগে ছমির মুন্সি হাটের তাহসীনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা। যোগাযোগঃ হাফেজ মাওলানা মনিরুল ইসলাম: 01843-040666।
পরদিন অর্থাৎ ২৬ অক্টোবর রবিবার মৌলভীবাজার জেলার অডিশন। স্থান: মৌলভীবাজার সদরে শ্রীমঙ্গল রোড ঢাকা বাস-স্ট্যান্ডের সাবিহা মঞ্জিলে মৌলভীবাজার জাবালে নূর মাদরাসা। যোগাযোগঃ হাফিজ ক্বারী নুরুল হক: 01752-834331।
দুদিনের বিরতির পর আবার ২৯ অক্টোবর অডিশন হবে যশোর জেলায়। স্থান: যশোরের তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা। যোগাযোগ মির মহর আলি, 01917875922।
আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার হবিগঞ্জ জেলায় শুরু হবে অডিশন। স্থান: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজ (চুনারুঘাট রোড) মারকাযুল হুফফাজ মডেল মাদরাসা। যোগাযোগঃ হাফিজ মাওলানা কাওছার আহমদ: 01760-864600।
একই দিন অর্থাৎ ৩০ অক্টোবর নরসিংদী জেলার অডিশন। স্থানঃ নরসিংদীর শাপলা চত্বরে আল মাহফাজ স্কুল অ্যান্ড মাদ্রাসা। যোগাযোগঃ শামছুল ইসলাম: 01756-035478।
এরপর ৩ নভেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার অডিশন। স্থান: বি-বাড়িয়া সদরে উত্তর সুহিলপুরের শামছুল উলুম তাহফীজুল কুরআন আল-ইসলামীয়া মাদরাসা। যোগাযোগ- হাফেজ মোবারক, 01736860636।
সিলেট জেলার অডিশন আগামী ৪ নভেম্বর। স্থান সিলেটের তানযীমুল কুরআন মাদরাসা। যোগাযোগ: জামাদিউল ইসলাম তাসকিন, 01741696909।
রাজধানীর পাশের জেলা গাজীপুরে অডিশন বসবে আগামী ৫ নভেম্বর। স্থান: গাজীপুরের চান্দনায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা। যোগাযোগ হাফেজ সাদাত লুলু. 01733463880।
অডিশন শেষে দেশের সেরা হাফেজ সন্ধানের এই বিশেষ অনুষ্ঠান বাংলাভিশনে প্রচারিত হবে ১ রমজান থেকে। যা রমজান মাসব্যাপি প্রতিদিন চলবে। ইফতারের আগে এটি প্রচারিত হবে। দেশে বাংলাভিশনই প্রথম এই ধরনের রিয়েলিটি শো’র আয়োজন করে। সেই ধারাবাহিকতায় বিগত ১৭ বছর বাংলাভিশনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে।
দেশের সেরা হাফেজ সন্ধানের এই বিশেষ অনুষ্ঠান বাংলাভিশনে প্রচারিত হবে ১ রমজান থেকে। যা রমজান মাসব্যাপি প্রতিদিন চলবে। ইফতারের আগে এটি প্রচারিত হবে। বাংলাভিশনের স্ক্রলে এই প্রতিযোগিতায় রেজিট্রেশন-এর বিস্তারিত তথ্য থাকে। দেশে বাংলাভিশনই প্রথম এই ধরনের রিয়েলিটি শো’র আয়োজন করে। সেই ধারাবাহিকতায় বিগত ১৫ বছর বাংলাভিশনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে।
দেশসেরা হাফেজগণকে বাছাই করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ৫ জন নির্বাচিত হবে। এছাড়া অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: