• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে

বাসস

প্রকাশিত: ১৪:১৪, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রীয়াজসহ অন্য সদস্যরা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ৮৪টি সংস্কার প্রস্তাব তৈরি করে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশন সদস্যরা জানিয়েছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে প্রথমে একটি বিশেষ আদেশ জারি, এরপর গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত হয়েছে। 

এছাড়া, জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2