• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সংবিধান সংস্কারে গণভোট, পরামর্শ ঐকমত্য কমিশনের  

প্রকাশিত: ১৬:৩৫, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:৩৭, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সংবিধান সংস্কারে গণভোট, পরামর্শ ঐকমত্য কমিশনের  

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের আয়োজন করার পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

তিনি বলেন, সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের আয়োজন করতে পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। এ বিষয়ে একই সঙ্গে অবিলম্বে আদেশ জারি করারও পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কিছুক্ষণ আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়েছে। আজকের মধ্যে রাজনৈতিক দল— যারা এই প্রক্রিয়ার সঙ্গে যু্ক্ত ছিলেন, তাদের অবহিত করবো।

আলী রীয়াজ বলেন, সরকার কিভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সেই সুপারিশ আমরা দিয়েছি। সুপারিশের কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে, কোনগুলো আদেশের (অর্ডারের) মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, সেটি আমরা আলাদা করে দিয়েছি।

সুপারিশমালায় সংবিধান সংক্রান্ত ৪৮টি পরামর্শ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2