• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

আজ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন   

প্রকাশিত: ০৯:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আজ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন   

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ (সোমবার)। বিকাল পাঁচটা পর্যন্ত নিজ নিজ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা। 

এদিকে, রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত সারা দেশে সম্ভাব্য প্রার্থীরা তিন হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৬৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই করবেন ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2