‘যেন ইফতারির জন্য অপেক্ষা...’
ইফতারির সময় আসন্ন। সামনে সাজানো খাবার-দাবার। ক্ষুধাও কম লাগেনি। একটা খেজুর, এক টুকরো ফল কিংবা লেবু মেশানো ঠান্ডা পানি যেন তাকিয়ে আছে রোজাদারের দিকে।
ঘড়ির কাঁটায় সময় বাকি অল্পই। কিন্তু সে আর কাঁটছে না। দেয়াল ঘড়িতে খট খট করা প্রতি সেকেন্ডের শব্দ কানে বাজছে। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকার পর সামনে খাবার পাওয়ার পর কখন না জানি মুখের তালাটা খুলে যায়!
তালা যেন না খোলে তার জন্য শেষ সময়ে চলে জোর চেষ্টা। এটাই রোজার 'ফজিলত'। মজা করে ইফতারির জন্য অপেক্ষা করার সময়টা কেমন হয় তারই একটা ছবি ফেসবুকে দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি বাঁ-হাতি পেসার ওয়াসিম আকরাম। ক্যাপশনে লিখেছেন, 'ইফতারির জন্য অপেক্ষা এমনই...।'
পরেই জানিয়ে দিয়েছেন স্মৃতি ঘেঁটে তুলে আনা ছবির ইতিহাস। ১৯৯০ সালের ১০ জানুয়ারি তোলা ছবিটি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে পাকিস্তানের অনুশীলনের সময় সুলতান অব সুইংয়ের ছবিটা ক্যামেরাবন্দি করেছিলেন ফটোগ্রাফার।
বিভি/এসএম
মন্তব্য করুন: