কাল পহেলা ফাল্গুন, এবার সীমিত আকারে বসন্ত উৎসব

ফাইল ছবি
শীতকে বিদায় দিয়ে প্রকৃতিতে বসন্তের আগমন ঘনিয়ে আসছে। ঋতুরাজ বসন্তের রঙিন সাজে সেজে উঠছে প্রকৃতি। আজ ১৩ ফেব্রুয়ারি। এই ১৩ তারিখেই দীর্ঘদিন ধরে বসন্তের প্রথম দিন হিসেবে পালিত হয়ে আসছে।
প্রতি বছর এদিনকে বরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। তবে এবার সীমিত আকারে হবে সেই উদযাপন। উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট গণমাধ্যমকে জানিয়েছেন এবার সীমিত আকারে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব হবে। আগে একসঙ্গে ঢাকার উত্তরা, বাহাদুর শাহ পার্ক, রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান করা হতো। এবার কোনোটাই হবে না। আমাদের কমিটির কিছু সদস্য থাকবেন। সেখানে কিছু কথাবার্তা হবে। এবারের আয়োজন অত্যন্ত ক্ষুদ্র।
২০২০ সালে বাংলা পঞ্জিকা সংশোধনের পর থেকে ১৪ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ফাল্গুনের প্রথম দিন হিসেবে। বাংলা একাডেমির উদ্যোগে বাংলা ক্যালেন্ডারে এই পরিবর্তন আনা হয়। বাংলা ক্যালেন্ডারের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পঞ্জিকার সংস্কার করা হলো। ১৯৫২ সালে জ্যোতির্বিজ্ঞানী মেঘনাদ সাহার নেতৃত্বে করা সংস্কারের পরে ১৯৫৬ সালে ড. মুহাম্মদ শহীদুল্লাহ সরকারের কাছে কিছু সুপারিশ করেন। সেই সুপারিশের আলোকেই পঞ্জিকায় পরিবর্তন আনে বাংলা একাডেমি।
শুধু তাই নয়, ১৯৭১ সালের কয়েকটি ঐতিহাসিক দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয় নতুন বাংলা বর্ষপঞ্জি। যার ফলে ইংরেজি দিন ঠিক থাকলেও কিছুটা এদিক সেদিক হয়েছে বাংলা মাসের তারিখ। নতুন এই বর্ষপঞ্জিতে জাতীয় দিবসের বাংলা তারিখ এখন থেকে একই থাকবে প্রতিবছর।
বাংলা একাডেমির তথ্য অনুসারে, সংশোধিত বর্ষপঞ্জিতে বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত প্রথম ছয় মাস ৩১ দিন, কার্তিক থেকে মাঘ মাস ৩০ দিন এবং ফাল্গুন মাস ২৯ দিন ধরে গণনা করা হবে। তবে গ্রেগরীয় পঞ্জিকার অধিবর্ষে (লিপ ইয়ার) ফাল্গুন মাস ২৯ দিনের পরিবর্তে ৩০ দিন গণনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এতোদিন নজরুলজয়ন্তী বা রবীন্দ্রজয়ন্তীর মতো দিবস আর জাতীয় অনেক দিবসে খ্রিষ্টীয় ক্যালেন্ডারের সাথে গড়মিল লেগে যেতো। বাংলা একাডেমির মতে, এই ধরনের সমস্যার সমাধান করতেই ক্যালেন্ডারে এই পরিবর্তন আনা হয়েছে।
এই পরিবর্তনের ফলে ১৪ তারিখ বিশ্ব ভালোবাসা দিবসের দিনেই হতে যাচ্ছে ফাল্গুনের প্রথম দিন। আগামীকাল কাছের মানুষদের বাসন্তী ভালোবাসার শুভেচ্ছা জানাতে প্রস্তুত থাকুন।
বিভি/এসডি
মন্তব্য করুন: