• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নিষেধাজ্ঞার দুই মাস পর সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু

জসিম উদ্দিন, মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৩, ১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
নিষেধাজ্ঞার দুই মাস পর সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু

দুই মাসের নিষোধাজ্ঞা শেষে সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু হয়েছে। শুক্রবার (১ মার্চ) থেকে কাঁকড়া আহরণের অনুমতিপত্র দিতে শুরু করে বন বিভাগ। এজন্য পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ অফিসসহ বন বিভাগের বিভিন্ন অফিস থেকে অনুমতি দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই অফিসের এসও মো. আনিস জানান, আহরণ শুরু হওয়ার প্রথম দিনে (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত ৯টি পাশ দেওয়া হয়েছে চাদপাই অফিস থেকে। তিনি জানান, প্রতিটি পাশে ১ টি নৌকা আর ২ থেকে ৩ জন জেলে থাকতে পারবে।

এর আগে কাঁকড়ার প্রজনন মৌসুম ঘিরে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে জানুয়ারি ও ফেব্রয়ারি দুই মাস কাঁকড়া আহরণ বন্ধ ছিল। তাই নিষেধাজ্ঞা শেষে উপকূলের জেলেরা আবারও কাঁকড়া ধরতে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে নৌকা নিয়ে নেমেছেন। যারা বন বিভাগ থেকে অনুমতিপত্র পেয়েছে তারা আজ শুক্রবার থেকে কাঁকড়া ধরতে বনের নদী খালে ডুকে পড়েছে।  

বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৪ দশমিক ১ বর্গকিলোমিটার, যা পুরো সুন্দরবনের আয়তনের ৩১ দশমিক ১৫ শতাংশ। জলভাগে ছোট-বড় মিলিয়ে ৪৫০টি নদ-নদী ও খাল আছে। এসব খালে ১৪ প্রজাতির কাঁকড়া রয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি- এ দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় ৫৯ দিনের জন্য জেলেদের সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া ধরার অনুমতি বন্ধ রাখে বন বিভাগ।

শুক্রবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, যারা এখনো পাশ পারমিট পায়নি, সেসব জেলেরা সুন্দরব‌নের জয়মনি এলাকায় ফরেস্ট অফিস সংলগ্ন আশ-পাশের নদীতে কাঁকড়া ধরার সরঞ্জাম নৌকায় তুলে নদীতে অবস্থান করতে দেখা গেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2