• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাপুড়ের কাছ থেকে ২৫টি পদ্মগোখরা বনে অবমুক্ত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৭, ১৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:৪৫, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সাপুড়ের কাছ থেকে ২৫টি পদ্মগোখরা বনে অবমুক্ত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২৫টি বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (১৩ অক্টোবর) বিকাল ওই সাপগুলা উপজেলার গহিনখালী সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এরমধ্য প্রাপ্তবয়স্ক দু'টি ও বাচ্চা ছিলো ২৩টি।

বন বিভাগর রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন:
২০০ কোটি রুপি প্রতারণার মামলায় নোরা ফাতেহিকে তলব
প্রেমের ফাঁদে ফেলে সাত লাখ টাকা আত্মসাৎ করে গরুর খামার স্থাপন
কুমিল্লায় বিজিবি মোতায়েন
পদ্মা সেতু এলাকায় আটক `ভারতীয় নাগরিক`রিমান্ডে

সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন আগে উপজেলার ছোটবাইশদিয়া ও সামুদাবাদ গ্রামের লোকালয় থেকে মাদারবুনিয়া গ্রামের সাপুড়ে নুরু মিয়া পদ্মগোখরা প্রজাতির প্রাপ্ত বয়স্ক ২টি এবং বাচ্চা ২৩টি সাপ ধরে এনে বিক্রির জন্য সংগ্রহ করছিলেন। এমন খবর পেয়ে জীববচিত্র্য রক্ষায় কাজে নিয়োজিত এ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালীর সদস্য মোহাম্মদ রামান ওই সাপুড়েকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-১২ সম্পর্ক অবহিত করে।

পরে নিজের ভুল বুঝতে পেরে সাপুড়ে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এই ধরণের কাজ না করার অঙ্গীকার করলে এ্যানিম্যাল লাভারস-এর কর্মীদের মাধ্যমে তথ্য পেয়ে বুধবার দুপুরে সাপগুলা উদ্ধার করে বন বিভাগ। ওইদিন বিকালে রাঙ্গাবালীর কানকুনিপাড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শায়েব খান-এর উপস্থিতিতে গহিনখালী সংরক্ষিত বনে সাপগুলা অবমুক্ত করা হয়।

বিভি/এমএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2