• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খাগড়াছড়ির অর্কিডপ্রেমী সাথোয়াই মারমা ও ভবেশ মিত্র চাকমার গল্প 

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ৯ মে ২০২২

ফন্ট সাইজ
খাগড়াছড়ির অর্কিডপ্রেমী সাথোয়াই মারমা ও ভবেশ মিত্র চাকমার গল্প 

পাহাড় থেকে হারিয়ে যাচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ, অর্থনৈতিক ও ঔষধী গুণে ভরপুর অর্কিড

অপরিকল্পিত জুম চাষ ও বনাঞ্চল উজাড়সহ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে পাহাড় থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে পরাশ্রয়ী, উদ্ভিদ অর্থনৈতিক ও ঔষধী গুণে ভরপুর অর্কিড। এক সময় পাহাড়ে শতাধিক প্রজাতির বেশী বুনো অর্কিডের দেখা মিললেও বন উজাড়ের সাথে নিঃশেষের পথে অর্কিডও। তবে সু-খবর হচ্ছে খাগড়াছড়িতে অর্কিড রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে কাজ করছেন কয়েকজন। সরকারিভাবে অর্কিড সংগ্রহশালা নির্মাণের পরিকল্পনার কথা বলছে বন বিভাগ। 

এক সময় পাহাড় ছিল সবুজ বনানীতে ঘেরা। কিন্তু জুম চাষের নামে আগুন দিয়ে বনজ সম্পাদ পুড়িয়ে ফেলা ও পাচারকারীদের কবলে পড়ে পার্বত্য চট্টগ্রামে বন উজাড়ে একদিকে যেমন জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে পাশাপাশি হারিয়ে যাচ্ছে মাতৃবৃক্ষসহ অনেক মূল্যবান বনজ সম্পদ। এর একটি অর্কিড। কিন্তু স্থানীয়দের সচেতনতার অভাবে নির্বিচারে বন উজাড় ও পাচারকারী চক্রের মাধ্যমে নিঃশেষ হতে বসেছে শতাধিক প্রজাতি।

এভাবেই জুম চাষ করে পাহাড়ের পরিবেশ আজ ক্ষতির মুখে পড়েছে।

তবে সৌন্দর্যবর্ধন ও ঔষধীগুণ সম্পন্ন মূল্যবান এ বনজ সম্পদের গুরুত্ব অনুধাবন হচ্ছে কারো কারো। বিগত ৭ থেকে ৮ বছর ধরে অর্কিড সংগ্রহ করছেন খাগড়াছড়ির কয়েকজন অর্কিডপ্রেমী। তাদের মধ্যে অন্যতম খাগড়াছড়ি শহরের নারায়খাইয়া গ্রামের বাসিন্দা ভবেশ মিত্র চাকমা ও রাজ্যমনি বাসিন্দা পাড়ার সাথোয়াই মারমা। এরা নিজেদের উদ্যোগে বসতবাড়ির আঙ্গিনায় গড়ে তুলেছেন অর্কিডের সংগ্রহশালা।

জেলা সদরের রাজ্যমনি পাড়ার সাথোয়াই মারমার বসতবাড়ির আঙ্গিনা জুড়ে গড়ে তোলা সংগ্রহশালা রয়েছে ড্যান্সিং লেডি, ডেন্ড্রোবিয়াম, একেম্পে, এরাইডিশ, এরিয়া টেমেন টোসাসহ ৬০ প্রজাতির বেশি অর্কিডের। গাছের ডালপালা, দেয়াল ও টবে শোভা পাচ্ছে হরেক রকমের ফুল। অর্কিডের অর্থনৈতিক ও বহুমুখী উপকারিতা জনগণের কাছে তুলে ধরার আগ্রহের পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষণে আইনকে আরও যুগোপযুগী করার দাবি তার। সাথোয়াই মারমা বলেন, সরকার উদ্যোগী না হলে কোন এক সময় পাহাড় থেকে অর্কিড হারিয়ে যাবে। 

অপর অর্কিড সংগ্রহক ভবেশ মিত্র চাকমার গল্পটা ভিন্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র ভবেশ মিত্র চাকমা ২০০৪ সালে শিক্ষা জীবন শেষ করে খাগড়াছড়িতে একটি বেসরকারি বিদ্যালয়ে চারু শিক্ষক হিসেবে চাকুরি করছেন। তবে তার প্রথম পছন্দ বাগান করা। সময় পেলেই বাড়ির একপাশে খালি জায়গায় বিভিন্ন ফলদ ও ফুলগাছ লাগান। তিনজনের সংসারে স্ত্রী কাজলা চাকমা খাগড়াছড়ি হাসপাতালের নার্স। একমাত্র সন্তান পড়াশোনা করছেন শহরের একটি বিদ্যালয়ে। 

ঘরের বারান্দায় শোভা ছড়াচ্ছে অর্কিড।

ভবেশ মিত্র চাকমা হারিয়ে যাওয়া অর্কিড সংগ্রহ করছেন নিজের প্রচেষ্টায়। বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে  প্রায় ৫০ ধরনের অর্কিড। 

ভবেশ মিত্র চাকমার বাড়ির দোতলা বাড়ি আর আঙ্গিনা জুড়ে ফুটে আছে হলুদ, সাদা, বেগুনি, গোলাপিসহ নানা রঙের অর্কিড ফুল। বাড়ির প্রবেশ পথ থেকে নিচ তলা, সিঁড়ি, বারান্দা, বাড়ির ছাদ, বাড়ির চারপাশে লাগানো নারকেল গাছ, কাঁঠাল গাছসহ সব জায়গায় ফুটে আছে পিরারেড্ডি, পরিসি, ফার্মেরি, ক্রিপিডেটাম, জেলি অর্কিডসহ নানা ধরনের অর্কিড ফুল।

অর্কিডের জন্ম সম্পর্কে ভবেশ মিত্র চাকমা বলেন, ‘মূলত পাহাড়ের পাদদেশে বড় বড় গাছে অর্কিড প্রাকৃতিকভাবে জন্মায়। এক সময় বড় বড় গাছে লাল, সাদা, হলুদসহ বিভিন্ন রঙের ফুল ফুটে থাকত। কিন্তু গত তিন দশক ধরে জুম চাষ, বনাঞ্চল উজাড়সহ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের কারণে পাহাড় থেকে হারিয়ে যেতে বসেছে অর্কিড। ভবেশ মিত্র চাকমা  ৮ থেকে ১০ হাজার টাকা দিয়ে অর্কিড কিনেছে।  

তিনি বলেন, পাহাড়ের মানুষে অর্কিড সম্পর্কে সচেতন না। অনেকে পরগাছা বা আগাছা ভেবে মূল্যবান অর্কিডগুলো নষ্ট করে দেয়। অথচ অর্কিড গাছের তেমন পরিচর্যা প্রয়োজন পড়ে না।   

অর্কিড গাছের যত্ন নিচ্ছেন এক প্রকৃতিপ্রেমী।

ভবেশ চাকমার স্বপ্ন,পাহাড় থেকে হারিয়ে যাওয়া সব অর্কিড তাঁর সংগ্রহশালায় থাকবে। একদিন এ অর্কিড নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখে পাহাড়ের সৌন্দর্যের ধারণা পাবে।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির বলেন, অর্কিড সংরক্ষণে বন বিভাগের কোন কর্মসূচি আপাতত না থাকলেও পাঁচ বছর মেয়াদি এক প্রকল্পের মাধ্যমে বুনো অর্কিড ও ক্যাকটাস নিয়ে কাজের পরিকল্পনার কথা বলছেন বিভাগীয় বন কর্মকর্তা। 

আগ্রহীদের সমন্বিত উদ্যোগই পারে অসীম মূল্যবান এই বনজ সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ভূমিকা রাখতে মত সংশ্লিষ্টদের।  

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2