• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

বাচ্চাকে বাঁচাতে কুমিরের যে দশা করলো মা হাতি (ভিডিও)

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩০, ২২ অক্টোবর ২০২১

আপডেট: ১৯:০৩, ২২ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বাচ্চাকে বাঁচাতে কুমিরের যে দশা করলো মা হাতি (ভিডিও)

হাতি এমনিতে খুব শান্ত এক জীব। সহজে রেগে যায় না। কিন্তু একবার ক্ষেপে গেলে সব তছনছ করে দিতে পারে হাতি। হাতির গায়ে এতো শক্তি একাই মেরে ফেলতে পারে যেকোনও জন্তুকে। 

জাম্বিয়ার জঙ্গলে একদল হাতির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জলাশয় দেখে সেখানে বাচ্চাদের নিয়ে এক মা হাতি স্নানে ব্যস্ত ছিলো। এমন সময় সেখানে হাজির হয় এক কুমির। সেই কুমির বাচ্চা হাতিটিকে কামড়াতে যায়। কিন্তু কুমিরের ওপর চোখ পড়ে যায় মা হাতির। ব্যস আরে যায় কোথায়! শুঁড়ে তুলে কুমিরটিকে এলোপাথারি আছাড় মাড়তে থাকে হাতিটি। তারপর শুঁড় দিয়ে পেচিয়ে কুমিরের পেটে পা তুলে মেরে ফেলে।

আরও পড়ুন:
যে পাঁচ রাশির নারীরা সবচেয়ে স্মার্ট
প্রকাশ্যে ঝগড়া কাজল-তানিশা’র, দুই বোনকে থামালেন মা

আরিয়ানকে গাঁজা জোগাড় করে দিতে চেয়েছিলেন অনন্যা 

নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য হাতিটির এই ভয়ঙ্কর লড়াই চোখের সামনে দেখেন হেনরিক হারহ। সেই সময় তিনি সাফারিতে বেরিয়ে ছিলেন। এই দৃশ্যের ভিডিও তিনি ট্যুইটারে শেয়ার করতেই তা ভাইরাল হয়। ইউটিউবেও শেয়ার হয় ভিডিওটি।

 

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2