• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে বাংলাভিশনের বিশেষ আয়োজন

‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা; আমাদের প্রিয়জন’

প্রকাশিত: ১২:৫৪, ৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:০৩, ৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা; আমাদের প্রিয়জন’

সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা; আমাদের প্রিয়জন’। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী ৪ নভেম্বর। ২০১৯ সালের এই দিনে নিউ ইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাভিশন।

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘বীর মুক্তিযোদ্ধা সাদেরক হোসেন খোকা; আমাদেও প্রিয়জন’ এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান এবং সিনিয়র সাংবাদিক মনির হায়দার। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সাথে তাদের পরিচয়, কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন তারা। পাশাপাশি সাদেক হোসেন খোকার রাজনৈতিক চিন্তা-ভাবনা, দৃষ্টিভঙ্গি, আদর্শ ও রাজনৈতিক স্বপ্ন সেসব নিয়েও কথা বলেন এই অতিথিগণ।

রফিকুল ইসলাম ফারুকীর প্রযোজনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে দেখবেন ০৪ নভেম্বর, সোমবার বিকাল ৫টা ১০মিনিটে। পুনঃপ্রচার রাত ১১টা ২৫ মিনিটে।

এর আগে সকালে ‘দিন প্রতিদিন’ এ একটি অনুষ্ঠান প্রচারিত হয়েছে।

এর আগে আজ সকাল সাড়ে আটটায় বাংলাভিশনের সকালবেলার নিয়মিত আয়োজন ‘দিন প্রতিদিন’ এ অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। 

আফিয়া বৃষ্টির প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাদিয়া রশ্মি সূচনা। এ সময় অনুষ্ঠানে দেশের প্রথিতযশা রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সাথে তার পরিচয়, কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন অতিথি। এছাড়াও সাদেক  হোসেন খোকার রাজনৈতিক ভাবনা, বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রীসভায় মন্ত্রী ও প্রথম মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র থাকার সময়কাল, রাজনৈতিক অঙ্গনে পথচলার ও বর্তমান প্রজন্মের যারা রাজনীতি করেন তাদের জন্য সাদেক হোসেন খোকা যে আদর্শ রেখে গেছেন সেসব নিয়েও কথা বলেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2