অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

মুশফিকুল ফজল আনসারী (ফাইল ছবি)
শারীরিক অসুস্থতাজনিত কারণে (স্ট্রোক) হাসপাতালে ভর্তি হয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা। রবিবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি। বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন রাষ্ট্রদূত।
ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, ‘আব্বা হঠাৎ স্ট্রোক করেছেন। তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থনা করছি- আল্লাহ যেনো আব্বাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এই কঠিন সময়ে আপনাদের দোয়া আমাদের একান্ত কাম্য।’
বিভি/পিএইচ
মন্তব্য করুন: