নরেন্দ্র মোদির জন্মদিন আজ, শুভেচ্ছা জানালেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন আজ (১৭ সেপ্টেম্বর)। ১৯৫০ সালের এই দিনে বম্বে প্রেসিডেন্সির (বর্তমান গুজরাত রাজ্যের) মহেসানা জেলার বড়নগর নামক স্থানে গুজরাটি হিন্দু মুদি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার সম্পূর্ণ নরেন্দ্র দামোদর দাস মোদি।
নরেন্দ্র মোদি ২০১৪ সালের মে মাস থেকে ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মোদি ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের বারানসীর সংসদ সদস্য (এমপি) ছিলেন তিনি।
নরেন্দ্র মোদি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিক দলের সদস্য। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে জয়লাভ করেছিলেন।
এদিকে, নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে আগেরদিন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে ফোন করে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেন কৃতজ্ঞতা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: