ববিতা-সুর্বনাকে সঙ্গে নিয়ে কানের লালগালিচায় ভাবনা!
২ই মে থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। আর এবার সেখানে আমন্ত্রিত হয়ে আগেই পৌঁছে গেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সবশেষ নিজের বোনের ডিজাইন করা পোষাক পড়ে কানের লালগালিচায় ছবি তুলেছেন এই গ্ল্যামারার্স অভিনেত্রী। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কান উৎসব থেকে নিজের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবির ক্যপশনে তিনি লিখেন,
আমার বোন এমন কিছু তৈরি করেছে যা আমাকে খুশি করেছে। পোষাকে আমার প্রিয় অভিনেত্রীর নাম দেখাচ্ছে, ববিতা ❤️ Suborna Mustafa ❤️ মেরিল স্ট্রিপ ❤️অড্রে হেপবার্ন ❤️ পর্দার কিংবদন্তী যা জ্বলজ্বলে।
ফুল এবং রঙের একটি আভাস, রং,
আমি যাদের ভালোবাসি এবং পরিচিত তাদের প্রতি শ্রদ্ধা।
আমি যদি তাদের মুগ্ধতার এক অংশই গ্রহণ করতে পারতাম,
আমি প্রতিটি রূপে সম্মানিত এবং আশীর্বাদ বোধ করব।
তাদের ঐশ্বরিক প্রতিভা অনুকরণ করতে,
একটি স্বপ্ন সত্যি হবে, একটি পর্বত আরোহণ হবে।
এর আগে বুধবার কাকের আদলে পোশাক পরে কান উৎসবের লাল গালিচায় হাজির হয়ে নজর কেড়েছেন এই অভিনেত্রী। সেদিন ছবির ক্যপশনে তিনি লিখেন, কাকদের সঙ্গে করে আমি কান উৎসবে নিয়ে এসেছি।
তবে কোনো চলচ্চিত্রের ব্যানারে নয় বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন ভাবনা।
মন্তব্য করুন: