• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | ১৬ আষাঢ় ১৪২৯

পদ্মা সেতুতে “থিম সং” এর শুটিংয়ে তারকারকাদের ফটোসেশন

প্রকাশিত: ১৮:২৯, ১৬ জুন ২০২২

আপডেট: ১৮:৫৩, ১৬ জুন ২০২২

ফন্ট সাইজ
পদ্মা সেতুতে “থিম সং” এর শুটিংয়ে তারকারকাদের ফটোসেশন

বহুল প্রত্যাশার পদ্মা সেতুর উদ্বোধনী উপলক্ষে থিম সং তৈরি করেছেন ১০ শিল্পী। এরইমধ্যে গানের শুটিংও শেষ হয়েছে সেতু এলাকায়।

সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, মমতাজ থেকে আজকের দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল আর নিশীতা বড়ুয়ারা এসেছিলে পদ্মা পাড়ে। তারা রেকর্ড করলেন, গর্বের পদ্মা সেতু নিয়ে থিম সং।

 

উদ্বোধনের আগেই পদ্মা সেতুর ওপর হাঁটছেন, গাইছেন আর ফটোশুটে মেতেছেন! সবাই মিলে দিনভর কাটিয়েছেন স্বপ্নের সেতুর ওপর। শিল্পীরা বললেন, তারা এই সঙ্গীতে অংশ নিয়ে অংশ হয়ে গেলেন একটি ইতিহাসের। কবীর বকুলের লেখা থিম সংয়ে সুর করেছেন কিশোর দাস।

বিভি/এএন

মন্তব্য করুন: