বিএনপির কার্যক্রম এখন, নেই কাজ, তো খই ভাজার মতো: ওবায়দুল কাদের

ছবি: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কার্যক্রম এখন, নেই কাজ, তো খই ভাজার মতো। ইস্যুভিত্তিক কর্মসূচিতেও দলটি এখন খাদের কিনারায়।
সোমবার (১২ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, নতুন করে কোনো রোহিঙ্গা আসেনি। রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চলছে। এজন্য যোগাযোগ রয়েছে আন্তর্জাতিক সংগঠনসহ বিভিন্ন দেশের সাথে। এদেশে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা চলে যাবে বলেও জানান। সেটি যত দ্রুত করা যায়, সে আলাপ-আলোচনা চলছে।
অনেক মন্ত্রণালয় খালি রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিপরিষদের কলেবর বাড়ার বিষয়টি প্রধানমন্ত্রীই বলতে পারেন। তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ে কাজ করছে সরকার। তবে বাজার একরাতেই নিয়ন্ত্রণ সম্ভব নয়।
বিভি/এমআর
মন্তব্য করুন: