• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুম-খুনের তথ্য নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৮:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
গুম-খুনের তথ্য নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

বিএনপি গুম-খুন নিয়ে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে দেশ বাঁচাও আন্দোলনের নামে তারা দেশকে ধ্বংস করার পায়তারা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে, ১৩ জনকে জেলখানায় মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা আছেন তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। জেলে বন্দি অবস্থায় মৃত্যু হবে না, সে কথা তারা বলে কী করে? জেলে যারা মারা গেছে, তাদের নিজেদের নেতা-কর্মী দাবি করে বিএনপি। তাহলে কারা কারা মারা গেছে সেই তালিকা প্রকাশ করুক তারা।

এ সময় আওয়ামী লীগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদফতর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

বিভি/টিটি

মন্তব্য করুন: