• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

এই সরকার ব্যাংক ডাকাতের সরকার: মান্না

প্রকাশিত: ২০:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
এই সরকার ব্যাংক ডাকাতের সরকার: মান্না

ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভেনাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার ব্যাংক ডাকাতের সরকার। যারা ঋণ নিয়ে শোধ করে না তাদের সরকার।

এ সময় তিনি আরও বলেন, আমাদের আন্দোলন চলবে, আন্দোলন থামবে না। যতোক্ষণ না সরকারের পতন হয়। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জেনায়েদ সাকি অভিযোগ করেন, ভোট ছাড়া জবর দখলকারী সরকার ক্ষমতায় আছে। সরকার রাষ্ট্রকে একচেটিয়া দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। 

তার মতে, ধনসম্পদ আহরণ ও বিদেশে পাচার করাই হচ্ছে সরকারের কতিপয় লোকের কাজ। তিনি বলেন, সরকার নানাভাবে ঋণ খেলাপিদের প্রশ্রয় দিচ্ছে। সরকারের সদিচ্ছার অভাবে বাজার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2