• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সরকারের নির্দেশেই বিরোধী দলের নেতা-কর্মীরা কারাবন্দি: রিজভী

প্রকাশিত: ১৬:২৮, ১৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সরকারের নির্দেশেই বিরোধী দলের নেতা-কর্মীরা কারাবন্দি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই বিরোধী দলের কেন্দ্রীয় নেতাসহ তৃণমূলের নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে কারাবন্দি রাখা হয়েছে।

সকল রাজবন্দির মুক্তির দাবিতে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস-ক্লাবের সামনে জিয়া প্রজন্মদল আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, জনগণের আন্দোলন দমন করার জন্য ষড়যন্ত্র করে বিরোধী নেতা-কর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে। সরকারের উচ্চ মহলের সাজানো নাশকতার মামলা দিয়ে আন্দোলনকামী জনগণকে বন্দি রাখা হয়েছে।

তিনি বলেন, এসবের প্রমাণ তাদের কাছে রয়েছে। একদিন এই অন্যায়ের বিচার করা হবে বলে বলেও হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2