সরকারের উচিত ছিল কমিটি গঠনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা: ফখরুল
ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না। তাই অন্যপথে না হেটে অন্তর্বর্তী সরকারের মুল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে করা সার্চ কমিটিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সরকারের উচিত ছিল কমিটি গঠনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা। যদিও এটা বড় কোন সমস্যা নয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয় । ১৫ বছর ধরে আওয়ামী লীগ যে জঞ্জাল তৈরি করেছে তা দুর করতে কিছুটা সময় লাগবে। গুম খুন নির্যাতন, গনতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের জন্য আগে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। নির্বাচনকে প্রাধান্য না দিয়ে ভিন্ন পথে না হাটতে সরকারকে পরামর্শ দেন বিএনপি মহাসচিব ।
নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটিকে স্বাগত জানান মির্জা ফখরুল। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দিকে মনযোগী হতে সরকারকে পরামর্শ দেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন একটি জটিল সময় চলছে । চক্রান্ত এখনো শেষ হয়নি। সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
বিভি/এআই
মন্তব্য করুন: