• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএনপি সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে আসছে: ইশরাক হোসেন

প্রকাশিত: ১৭:২৮, ১ মে ২০২৫

আপডেট: ১৭:৪৯, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
বিএনপি সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে আসছে: ইশরাক হোসেন

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিএনপি সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে আসছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১ মে) পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে বিএনপি ঐতিহাসিকভাবে শ্রমিকদের জন্য কাজ করে আসছে। মেহনতি-দরিদ্র-শ্রমিক মানুষের পক্ষে সংহতি জানানোর জন্য শ্রমিক দলের উদ্যেগে এই র‌্যালীর আয়োজন।

নির্বাচন নিয়ে ইশরাক হোসেন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। আগামী দিনে সুস্পষ্ট রোডম্যাপের মাধ্যমে মেহনতি শ্রমিক জনতার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের দাবি জোড়ালোভাবে তোলা হবে। 

এরআগে দুপুরে শ্রমিক সমাবেশে যোগ দিতে রাজধানীর আরামবাগ এলাকায় আসেন ইশরাক হোসেন। এসময় নেতাকর্মী ও সাধারণ জনতা তার সাথে একবার ভালোবাসার হাত মেলাতে হুমড়ি খেয়ে পড়েন। ইশরাক হোসেনও আন্তরিকতার সাথে সবার সাথে হাত মেলান।  

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির শ্রমিক সমাবেশ চলছে। শ্রমিক সমাবেশ এরইমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। ঢাকা মহানগরীসহ আশপাশের জেলার নেতা-কর্মীরা সমাবেশে জড়ো হয়েছেন। দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে এরইমধ্যে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় লক্ষাধিক নেতা-কর্মী অংশ নিয়েছেন।

সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

বিভি/এনএম/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2