• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

‘কঠিন ঐক্য ছাড়া আমাদের সামনে অন্য কোনো বিকল্প নাই`

প্রকাশিত: ১৯:২৮, ১ মে ২০২৫

আপডেট: ১৯:৩০, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
‘কঠিন ঐক্য ছাড়া আমাদের সামনে অন্য কোনো বিকল্প নাই`

ছবি: ভার্চুয়াল ভাষণ দিচ্ছেন মোস্তফা আমীর ফয়সল

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, একবছর আগে সরোওয়ার্দি উদ্যানে জনসমাবেশে বলেছিলাম- এই উপমহাদেশ নিয়ে ভয়াবহ যুদ্ধের ষড়যন্ত্র চলছে। সেই  বাস্তবতা কিন্তু আমাদের সামনে উপস্থিত। এই অবস্থায় কঠিন ঐক্য ছাড়া আমাদের সামনে অন্য কোন বিকল্প নাই। 

বুধবার (৩০ এপ্রিল) রাতে  ফরিদপুরের সদরপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরী ছাহেবের ওফাত দিবস স্মরণে বিশ্ব ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাত ১০টার দিকে প্রজেক্টেরের মাধ্যমে ভার্চুয়ালি ভাষণে যোগ দেন পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। 

মোস্তফা আমীর ফয়সল বলেন, জাতিকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষা করার জন্য আমি যদি বিপ্লবের ডাক দেই, আরেকটি বিপ্লবের ডাক দেই, আপনারা দলে দলে কাতারে কাতারে দেশবাসীকে সাথে নিয়ে রাজপথে নেমে পড়বেন। কোষাবদ্ধ থেকে তরবারি উন্মুক্ত করার জন্য জাকের পার্টির লাখ লাখ নেতাকর্মী প্রস্তুত আছে।

গত ৩৫ বছর যাবত জাকের পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে এসেছে উল্লেখ করে আমীর ফয়সল বলেন, এখন শেষ অধ্যায়ে এসে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। জাকের পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তারা হেনস্তা করতে চায়। অথচ তারা জানেনা, যদি জাকের পার্টির নেতাকর্মীদের গায়ে হাত দেওয়া হয়, এদেশের মানুষ অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠবে। তাই যদি কোন ষড়যন্ত্র হয়, যদিও সেই সুযোগ তারা পাবেনা। কারণ পরিস্থিতি প্রতিকূল। তারপরেও যদি কোন চেষ্টা করা হয়, আপনারা সারাদেশকে অচল করে দিবেন।

তিনি বলেন, আল্লাহ যাকে সম্মানিত করতে চান, তখন তার জন্য একটি পরিস্থিতি সৃষ্টি করে দেন। এখন সেই পরিস্থিতির হয়ে এসেছে। এখন জাকের পার্টির সময়। 

এর আগে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল সামি বলেন, এখন আর বসে থাকার সময় নেই। আমাদের লড়াই করতে হবে। লাঞ্চিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের সংগ্রাম করতে হবে। তিনি বলেন, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে আজ আমরা এই অবস্থানে পৌছেছি। আগামীতেও ঐক্যবদ্ধ থাকলে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। 

তিনি উল্লেখ করেন, জাকের পার্টি কখনো কোন দলের সাথে জোটভুক্ত ছিলোনা। আমরা কখনোই ১৪ দল কিংবা ৩৬ দলের জোটে ছিলোনা। আমরা সবসময় স্বতন্ত্রভাবে কাজ করেছি। আগামী দিনেও আমরা একইভাবে রাজপথে থাকবো।

জাকের পার্টির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব ইসলামী মহাসম্মেলনে লাখ লাখ  মুসলমানদের  পাশাপাশি হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান সহ ভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার  মানুষেরাও যোগদান করেন। বহির্বিশ্ব থেকে জাকের পার্টির সমর্থকরা এই সম্মেলনে এসে অংশ নেন। বুধবার মাগরিবের নামাজ শেষে নফল নামাজ, ফাতেহা শরীফ ও মিলাদ শরীফের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ফরজ এবাদতের পাশাপাশি তারা জিকির-আজগার ও নফল এবাদতে অংশ নেন। এ উপলক্ষে দেশের দূরদূরান্ত হতে জাকের পার্টির সমর্থকরা সেখানে সমবেত হন।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও ভারতীয় উপমহাদেশের বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ধর্ম বর্ণ ও ভেদাভেদ ভুলে দেশবাসীকে জাতীয় ঐক্য গঠনের উদাত্ত আহ্বান জানান এ সম্মেলনে। 


 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2