আজ এনসিপির বিক্ষোভ সমাবেশ

ফাইল ছবি
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর শাখা। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক তৎপরতা বন্ধে দাবির অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বিভি/এসজি
মন্তব্য করুন: