৫ মে দেশে ফিরতে পারেন বেগম খালেদা জিয়া

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে আগামী ৫ মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আনার চেষ্টা চলছে। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে তিনি বাংলাদেশ বিমানে দেশে ফিরতে পারেন।
বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোটো ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান দেশে ফিরবেন। নিশ্চিত করেছেন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবিএম জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া শারীরিক দিক থেকে অনেক ভালো আছেন বলেও জানান তিনি।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি। এরপর ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।
বিভি/এসজি
মন্তব্য করুন: