• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেওয়া যৌক্তিক না: তারেক রহমান

প্রকাশিত: ১৪:৪৪, ২ মে ২০২৫

আপডেট: ১৫:০৩, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেওয়া যৌক্তিক না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিকদলগুলো অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। তবে তা অনির্দিষ্টকালের জন্য দেওয়া যৌক্তিক হবে না। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে চায়।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণকে না জানিয়ে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার এখতিয়ার এ সরকারের নেই।  

এর আগে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিকদলের সমাবেশ। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতা-কর্মীরা। রাজধানীর আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীরা যোগ দেন সমাবেশে। বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। নয়াপল্টন ছাড়িয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে একদিকে, ফকিরাপুল, মতিঝিল অন্যদিকে নাইটিংগেল মোড় কাকরাইলসহ আশপাশের এলাকায়। জাতীয়তাবাদী শ্রমিকদল ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও মহিলাদলসহ সমাবেশে যোগ দেন বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী। তাদের হাতে ছিল লাল রংয়ের ব্যানার ফেস্টুন আর শ্রমিকদের অধিকার আদায়ের নানা স্লোগান। 

শ্রমিক কর্মজীবী মেহনতি মানুষদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগনকে নিরাপদ ও ভালো রাখার জন্যই বিএনপি রাজনীতি। ফ্যাসিবাদের পতন হলেও জনগনের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।

তারেক রহমান বলেন, জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দরকার নির্বাচিত সরকার। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার বিষয়েও কথা বলেন তারেক রহমান। বিদেশিদের স্বার্থরক্ষা না করে দেশের স্বার্থরক্ষায় কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান তিনি।

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2