• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সোহরাওয়ার্দীতে সকালেই শুরু হচ্ছে হেফাজতের সমাবেশ

প্রকাশিত: ০৮:২৬, ৩ মে ২০২৫

আপডেট: ১১:০৫, ৩ মে ২০২৫

ফন্ট সাইজ
সোহরাওয়ার্দীতে সকালেই শুরু হচ্ছে হেফাজতের সমাবেশ

চার দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে কওমি মাদ্রাসাভিত্তিক বৃহৎ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (০৩ মে) সকাল ৯টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা। মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মের সমাবেশে নৃশংসতা ও আওয়ামী লীগ আমলে গুম-খুনের বিচারসহ ৪ দফা দাবি তাদের।

শনিবার (৩ মে) ভোর থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা মিছিল আসতে শুরু করেছে শাহবাগ, কোনোটি দোয়েল চত্ত্বর, নীলক্ষেতের দিক থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে আসছেন। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হেফাজতের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।

হেফাজতে ইসলামের দাবিগুলো হচ্ছে- অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও সুন্নাহবিরোধী প্রতিবেদন এবং কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার ও ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার, ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে এই মহাসমাবেশ।

পূর্বঘোষিত মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শেষ করেছেন সংগঠনের দায়িত্বশীল নেতারা। তারা জানান, মহাসমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। এজন্য দেশের বিভিন্ন মহানগর, জেলা-উপজেলায় প্রচার-গণসংযোগ চালিয়েছেন নেতারা। দাবি সংবলিত লিফলেটও বিতরণ করা হয়েছে। মহাসমাবেশে দলে দলে যোগদানের জন্য শুক্রবার (২ মে) এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2