‘জনগণকে গণতন্ত্রে ফেরানোর পদ্ধতি একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন’

দেশের ১৮ কোটি মানুষকে গণতন্ত্রে ফেরানোর পদ্ধতি একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শনিবার (৩ মে) বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সেখানে জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি। এছাড়া তিনি আরও বলেন, স্বাধীনতার পরে যারা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিল তারা সংসদের ভিতরে গিয়ে ১১ মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল।
পলাশসহ সারাদেশে বিগত সরকারের সময়ে শিল্পখাতে দুর্নীতি, লুটপাট এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট নানাবিধ বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, পলাশের শতাধিক শিল্প কলকারখানাগুলো শুধু পলাশের মানুষের জন্য উন্নতি আনেনি, এনেছে সারা বাংলাদেশের জন্য। বিগত ১৭ বছরে আওয়ামীলীগ পলাশের শিল্পাঞ্চলকে একটি শ্মশানে পরিনত করে দিয়েছিল। এখানে বিশ্বের সেরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছিল।
শ্রমিক জনতার সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির সভাপতি মো. আল-আমিন ভূঁঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহারউদ্দিন মিল্টন ও ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: