‘শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর রুনিকে হত্যা করা হয়েছে’

ছবি: বক্তব্য রাখছেন বিএনপি নেতা এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার সকল অপকর্মের খবর রাখতেন বলেই সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যা করা হয়েছিলো। শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৩ বছর হত্যার বিচার না করে শেখ হাসিনা নির্দেশেই একের পর এক শুনানির তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন আব্দুস সালাম আজাদ।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। কিভাবে তাকে ব্যর্থ করা যায় সে চক্রান্ত চালানো হচ্ছে দিল্লি থেকে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
বিভি/এমআর
মন্তব্য করুন: