সাভারে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মী সভা

সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার।
ওয়ার্ড বিএনপির সভাপতি আশেক আলী মোল্লার সভাপতিত্বে নয়া বাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, ঢাকা জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক আবদুল গফুর, সিনিয়র সহ সভাপতি আবদুল বাসেদ দেওয়ান, সহ সভাপতি আবদুর রহমান বাবুল প্রমুখ। সভায় বক্তারা দলীয় নেতার ৩১ দফা কর্মসূচীর গুরুত্ব তুলে ধরেন এবং তা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: