• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যে নির্বাচনের পরামর্শ ডা. শফিকুরের

প্রকাশিত: ১৬:৩২, ৩ মে ২০২৫

আপডেট: ১৬:৩৩, ৩ মে ২০২৫

ফন্ট সাইজ
আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যে নির্বাচনের পরামর্শ ডা. শফিকুরের

জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যে করার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (৩ মে) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে এ পরামর্শ দেন তিনি। 

আমীর বলেন, সরকার ঘোষিত সময়ে সংস্কারের পর নির্বাচন সম্ভব। এজন্য ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে। যদি এ সময়ে সংস্কার এবং বিচার কাজ শেষ না হয়, তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয়।  

জামায়াত আমীর বলেন, মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। তারা রাজনৈতিক বক্তব্য দেয়ার চেষ্টা করেন। এ থেকে তাদের নিবৃত থাকতে হবে। 

নারী কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী উল্লেখ করে তিনি বলেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের পারিবারিক ব্যবস্থার ওপর বড় আঘাত লাগবে। কোরআন বিরোধী কমিটিকে বাতিল করতে হবে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2